ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (ঈশ্বরদী) পাবনা
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশ পরিচয়ে চাল ব্যবসায়ীর কাছ থেকে ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভুক্তভোগী জয়নাল আবেদীন ঈশ্বরদী থানায় মামলা করেন।

এর আগে বুধবার রাতে টাঙ্গাইলের করোটিয়া বাইপাস এলাকায় হ্যান্ডকাপ পড়িয়ে চোখ মুখ বাঁধা অবস্থায় ব্যবসায়ী জয়নালকে ফেলে দেয়া হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার অগ্রণী ব্যাংক দাশুড়িয়া শাখা থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা তুলে ব্যবসায়ী জয়নাল আবেদীন উত্তরা ব্যাংক ঈশ্বরদী শাখায় জমা দিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথে মুলাডুলি ইউনিয়নের ঢুলটি বহরপুর এলাকায় পৌঁছালে একটি সাদা মাইক্রোবাস তার গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি জুলমত হায়দার জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। এ ঘটনার ফলে ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত (ওসি) অরবিন্দ সরকার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।