পাবনার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট অপান্বিতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১২:১২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২
অপান্বিতা বৈরাগীর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী

পাবনা জেলার শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হয়েছেন অপান্বিতা বৈরাগী। তিনি ঈশ্বরদী উপজেলার ট্রাফিকে সার্জেন্ট হিসেবে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকুজ্জামান সরকার।

অপান্বিতা বৈরাগী ঈশ্বরদীতে যোগদানের পর থেকে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছেন। গাড়ি ও চালকের ক্রুটি পাওয়া মাত্রই তিনি জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেন।

শেখ মহসীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।