রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা প্রীতম গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৪২ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২
প্রীতম দাশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুক আইডি থেকে ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি রাষ্ট্র সংস্কার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ তার ফেসবুক আইডি থেকে জুম্মার নামাজ, মুসল্লি, আযান ও ইমামদের নিয়ে কটূক্তি করেন।

এর আগে ৩১ আগস্ট প্রীতম দাশকে গ্রেফতারের দাবি জানিয়ে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন শ্রীমঙ্গলের মুসলিম জনতা। সেই মিছিল থেকে প্রীতমকে গ্রেফতারে শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।

আব্দুল আজিজ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।