ইটভর্তি ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীতে ইটভর্তি ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে বালুখালীর ১৫ নম্বর ক্যাম্পের ব্লক-৯ এর ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীরা হলো ক্যাম্প ১৫ এর জি/২ ব্লকের জিয়াবুল হকের মেয়ে কানেতা (১৪) ও একই এলাকার আবদু সালামের মেয়ে নুর কলিমা (১২)।

ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইটভর্তি ট্রাক খাদে পড়ে দুই রোহিঙ্গা কিশোরী নিহত

তিনি বলেন, দুপুরের দিকে ১০ হাজার ইট বহনকারী একটি ট্রাক খাদে পড়ে যায়। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে ওই ট্রাকের নিচে চাপা পড়ে কানেতা ও নুর কলিমা। পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ট্রাকটির নিচ থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ট্রাকটির চালককে আটক করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।