পাহাড়ে প্রথমবারের মতো ‘গোলকিপিং কার্নিভাল’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২

খাগড়াছড়ির মানিকছড়িতে অনুষ্ঠিত হলো পাহাড়ের প্রথম ‘গোলকিপিং কার্নিভাল’। রোববার (১১ সেপ্টেম্বর) মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি হাইস্কুল মাঠে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

দ্য গোলকিপার্স একাডেমি, বাংলাদেশ ও মেন্টর গোলকিপিং নেটওয়ার্ক, ইউরোপ দিনব্যাপী এই কার্নিভালের আয়োজন করে।

উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রক্তিম চৌধুরী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও এশিয়ান ফুটবল কনফেডারেশন স্বীকৃত গোলকিপার প্রশিক্ষক মো. ইমরান হাছান ইমন ও মো. ফরিদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ৬০ জনেরও বেশি গোলকিপার অংশ নেন।

jagonews24

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া খুদে গোলকিপারদের বিভিন্ন আইন সম্পর্কে ধারণা দেন বাফুফের স্বীকৃত রেফারি মো. ইমরান হোসেন ও মো. রেজাউল খান।

ইউরোপ থেকে ভার্চুয়ালি যুক্ত হন ডিমিট্রি কালগেরাকোস। তিনি গোলকিপারদের ভিডিও অ্যানালাইসিস করেন এবং রিপোর্ট দেখে তাদের ফিডব্যাক দেবেন বলে জানান।

প্রশিক্ষণ কর্মশালা শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা অংশ নেওয়া খুদে গোলকিপারদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।