সাতক্ষীরায় বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২
বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চুনা নদীর বেড়িবাঁধে আবারো ফাটল দেখা দিয়েছে। দুদিন ধরে পানির উচ্চতা বাড়ায় নতুন করে এ ফাটল দেখা দেয়। ফলে যে কোনো সময় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশের শঙ্কায় দিন পার করছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, চুনা নদীর অস্বাভাবিক জোয়ারের উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাতিনাখালী এলাকায় ৬০ ফুট বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়। এ অবস্থায় চরম আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বাড়ির সামনের বেড়িবাঁধটি খুবই ঝুঁকিপূর্ণ। বিগত আইলা, আমফান, ফণী ও বুলবুলে এখানে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলে এই স্থানটি ভেঙে প্লাবিত হয়। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ হলেও চোখে পড়ার মতো কোনো কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড। এখনই বেড়িবাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে ফসলি জমি, মাছের ঘের, কাঁকড়ার প্রকল্পসহ মানুষের অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হবে।’

স্থানীয় বাসিন্দা আবুল গাজী বলেন, ‘সোমবার বিকেল সাড়ে ৫টায় হঠাৎ ২০ফুটের মতো ফাটল দেখা দেয়। আজ সেই ফাটল প্রায় ৬০ ফুট এলাকাজুড়ে হয়েছে। দ্রুত বাধটি মেরামতের উদ্যোগ না নিলে ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।’

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা জাগো নিউজকে বলেন, ওই এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ। চুনা নদীর স্রোত লোকালয়ের পাশ দিয়ে প্রবাহিত হয়। ফলে বেড়িবাঁধের গোঁড়ার পলিমাটি সরে গিয়ে বেড়িবাঁধ ধসের ঘটনা ঘটেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, আমরা এরই মধ্যে জায়গাটি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বৈরী আবহাওয়ার শিথিলতা এলেই আমরা কাজ শুরু করবো।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।