থানায় আত্মহত্যার চেষ্টা যুবকের, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

ঝালকাঠি থানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মাদকাসক্ত এক যুবক। এতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সদর থানায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম রাজেশ রায় (২২)। তিনি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার অমল রায়ের ছেলে।

স্থানীয়, পুলিশ ও পরিবার সূত্র জানায়, রাজেশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। সংশোধনের জন্য তাকে কয়েকবার রিহ্যাবে রাখা হয়েছিল। তবে কোনো কিছুতেই তাকে মাদকাসক্তি থেকে ফেরানো যাচ্ছিল না।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে নেশার টাকার জন্য উত্তেজিত হয়ে বাবাকে দা নিয়ে কোপাতে যান রাজেশ। প্রতিবেশীরা গিয়ে বাবাকে সরিয়ে ফেললে ওই দা দিয়ে পরে আত্মহত্যার চেষ্টা চালান। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাজেশকে থানায় নিয়ে যায়। থানা কম্পাউন্ডের মধ্যে তাকে নারী ও শিশু ডেস্ক কক্ষে রাখা হয়।

পরে রাজেশের জন্য রুটি-কলা আনতে যান বাবা অমল। এর কিছুক্ষণ পর চিৎকার শুনতে পান পাহারার দায়িত্বে থাকা মহিলা সেন্ট্রি। তিনি গিয়ে দেখেন লুঙ্গি ছিড়ে গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন রাজেশ।

সেন্ট্রির ডাক-চিৎকারে থানার অন্যান্য পুলিশ সদস্য ও রাজেশের নিকটাত্মীয়রা ছুটে এসে তাকে ফ্যান থেকে নামিয়ে হাসপাতালে নেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজেশের বাবা অমল রায় বলেন, আমার ছেলে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পথেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।