রামুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ, ডিলারকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:০৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের রামুতে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করেছে রামু উপজেলা প্রশাসন। এসময় ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব ভেজাল সার জব্দ করা হয়। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ ছিদ্দীকি।

তিনি বলেন, জব্দ করা ১৭৫ বস্তা সার নষ্ট করে ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে রামু চৌমুহনীর বিসিআইসির ডিলার সিরাজুল হকের গুদামে অভিযান চালানো হয়। সারের মান যাছাই করে মাটিযুক্ত ভেজাল দানাদার জৈব সারকে টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার বানিয়ে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে সিরাজুলের গুদাম থেকে ১৭৫ বস্তা ভেজাল সার জব্দ করা হয়। পরে দুপুরে এসব ভেজাল সার নষ্ট করা হয়।

সার ধানে প্রয়োগ করলে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হতো হবে বলে জানান তিনি।

ডিলার সিরাজুল হক দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেজাল সার বিক্রি করে আসছিল।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ডিলার সিরাজুল হকের মুঠোফোনে একাধিক বার কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

সায়ীদ আলমগীর/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।