৯৯৯-এ কলে মেঘনায় ডুবে যাওয়া নৌকার ৮ জেলে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে ঝড়ে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার জেলেরা হলেন- বরিশালের হিজলা উপজেলার কাকুড়িয়া এলাকার ইসমাইল মাঝি, মো. রাব্বি, শুক্কুর আলী, মো. আবদুল, নুরুল ইসলাম, ইব্রাহিম, সাইফুল ফরাজী ও সাদ্দাম। তারা সমুদ্র ও মেঘনা নদীতে মাছ শিকার করে।

jagonews24

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার ভোরে সমুদ্র থেকে মাছ ধরে বরিশালের হিজলাতে ফেরার পথে ভাটায় আট জেলে একটি নৌকা নিয়ে মেঘনা নদীর বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহর একটি চরে আটকা পড়ে। পরে জোয়ারের তোড়ে তাদের নৌকাটি ডুবে যায়। ঘটনাটি দেখে পাশ দিয়ে নৌকা নিয়ে যাওয়া আলেকজান্ডার এলাকার জেলে হৃদয় ৯৯৯ এ কল দেয়। তখন অবস্থান নেওয়া চর জোয়ারের পানিতে ডুবে ছিল। খবর পেয়ে বড়খেরী নৌ-পুলিশ দুপুরে ডুবে যাওয়া নৌকার আট জেলেকে জীবিত উদ্ধার করে। পরে তাদের নিরাপদে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হয়।

কাজল কায়েস/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।