কয়েলের আগুনে পুড়ে প্রাণ গেলো বৃদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

 

শেরপুরের নালিতাবাড়ীতে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে পুড়ে মিলন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার আন্দারুপাড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের সবুজের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, বারমারী বাজারের মালি (ঝাড়ুদার) বৃদ্ধা মিলন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় মশা তাড়ানোর জন্য তার পায়ের কাছেই কয়েল জ্বালানো ছিল। রাতের প্রথমার্ধের কোনো এক সময় কয়েলের আগুন তার বিছানায় লেগে যায়। এতে বিছানাপত্র এমনকী পরনের কাপড়সহ শরীরের নিম্নাংশ পুড়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। তবে এ আগুন ঘরের অন্য কোথাও ছড়ায়নি বিধায় কেউ টের পাননি।

বৃদ্ধা মিলনের সঙ্গে বসবাসকারী একমাত্র ছেলে বাছিন্দ্র সাংমা বাড়ির কাছেই শান্তির মোড়ে আড্ডা শেষে মধ্যরাতে বাড়ি ফিরে মায়ের এমন করুণ চিত্র দেখতে পান।

স্থানীয় ইউপি সদস্য হযরত আলী ও চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন আগুনে পুড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মিলন এক সময় খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী ছিলেন। তার আগের স্বামী মারা যাওয়ার পর তিনি মুসলিম হন এবং সবুজ নামের একজনকে বিয়ে করেন। পরবর্তী সময়ে সবুজ তাকে ফেলে চলে গেলে তিনি ছেলের সঙ্গে বসবাস করছিলেন।

ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।