কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন মাদক মামলার আসামি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার জেলা কারাগারে বসে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় সে।

কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই পরীক্ষার্থীর বাড়ি টেকনাফ উপজেলায়। সেখানকার একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার। চট্টগ্রামের সাতকানিয়া থেকে ইয়াবাসহ আটক হওয়ার পর থেকেই সে কারাবন্দি। তবে সে পরীক্ষা দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করে। তার আবেদন গৃহীত হয়। এরপর চট্টগ্রাম থেকে তাকে কক্সবাজার কারাগারে এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

জেল সুপার আরও বলেন, তাকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আনা হয়। তার জন্য বিশেষ একটি পরীক্ষা হল প্রস্তুত করা হয়। এর আগে সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। যার সঙ্গে ছিল পুলিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে নয়ন। এভাবেই তার সব পরীক্ষা এখানেই বসেই দেবে।

এটাই প্রথম নয়, কক্সবাজার জেলা কারাগারে আরও অনেক বন্দি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন বলেও জানান এ কারা কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।