নিজ বাড়ি থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে খোকা মিয়া (৭০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে খোকা মিয়ার ঘর থেকে দুর্গন্ধ আসতে শুরু করে। এসময় আশপাশের লোকেরা ডাকাডাকি করেন। ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। স্থানীয়রা জানতে পারেন তার স্ত্রী জোসনা বেগম স্বামী ও মেয়েকে রেখে জয়পুরহাটে গেছেন। পরে পুলিশকে খবর দিলে ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহির তাহু বলেন, ওই বৃদ্ধের মৃত্যু রহস্যজনক, তাই পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ওসি গোলাম রসূল জানান, ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এমকেআর/এমএস