দস্যুদের হামলায় নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ইলিশ ধরার নৌকায় জলদস্যুদের হামলায় মো. হাসান (১১) নামের এক শিশুর নিহত হয়েছে। শুক্রবার (১৫ অক্টেম্বর) বিকেলে নদীর রামগতি উপজেলার চর গজারিয়া এলাকায় থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে কমলনগর উপজেলার লুধুয়া এলাকার মাঝ নদীতে জেলে নৌকায় দস্যুরা হানা দেয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন, নজু বয়াতি (৫৫)। হামলায় আরও চার জেলে আহত হয়েছেন।

হাসান কমলনগর উপজেলার সাহেবেরহাটের মো. সিরাজের ছেলে। নিখোঁজ নজু বয়াতি একই উপজেলার করইতলা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, কমলনগরের মাতাব্বরহাট মাছঘাটের দেলোয়ার মাঝি ও বশির মাঝির নৌকা নিয়ে বৃহস্পতিবার বিকেলে নদীতে মাছ ধরতে যায় জেলেরা। রাতে ফেরার পথে জলদস্যুরা নৌকায় হানা দেয়। অস্ত্রের মুখে টাকা, মাছ, জালসহ সরঞ্জাম নিয়ে যায়। এসময় হামলায় নজু বয়াতি ও হাসান নদীতে পড়ে নিখোঁজ হন। এসময় আরও চার জেলে আহত হন। এর মধ্যে হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

আহতরা হলেন- মিরাজ হোসেন, মো. জিহাদ, আল আমিন ও জাহিদ। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট নৌ-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবু তাহের বলেন, এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নদীতে টহল ব্যবস্থা জোরদার রয়েছে। জলদস্যুদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

কাজল কায়েস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।