ফের যমুনা সার কারখানায় বিক্ষোভ, পুনর্নিয়োগের দাবি
জামালপুরের সরিষাবাড়ীতে পুনর্নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন যমুনা সার কারখানার শ্রমিকরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কারখানার প্রধান সড়কে বিক্ষোভ করে সেখানে অবস্থান নিয়ে প্রতিবাদ করেন।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা চাকরি ফেরত পেতে শ্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা জানান, ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিক নিয়োগ দিয়ে আসছে কর্তৃপক্ষ। দরপত্র আহ্বান করে নির্বাচিত ঠিকাদারের মাধ্যমে দুই বছরের জন্য এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ১ সেপ্টেম্বর থেকে হাজিরা ভিত্তিক ৪৮৬ জন শ্রমিককে কারখানায় প্রবেশের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। এর প্রতিবাদ ও পুনরায় নিয়োগের দাবিতে শনিবার শ্রমিকরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকদের সঙ্গে একমত পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামস উদ্দিন চেয়ারম্যান, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ।
এর আগে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস