প্রসূতি পর্যটকদের জন্য সৈকতে ব্রেস্ট ফিডিং কর্নার চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ আসা প্রসূতিদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার চালু করেছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের কলাতলী পয়েন্টে এ ব্রেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটক কক্সবাজার সৈকতে আসেন। তাদের অনেকের শিশু সন্তান থাকে। বালিয়াড়িতে হাটতে কিংবা সমুদ্র দর্শনকালে শিশুদের খাওয়ানোর প্রয়োজন হলে বিচে কোনো জায়গা পাওয়া যায় না। এতে খুবই বিড়ম্বনায় পড়েন প্রসূতিরা। এ কারণেই ব্রেস্ট ফিডিং কর্নার চালু করা হয়েছে। এখন বিচে প্রসূতিরা ব্রেস্ট ফিডিং কর্নার ব্যবহার করতে পারবেন।

এ সময় অতিথি ছিলেন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খানসহ বিচ কেন্দ্রিক ব্যবসায়ীরা।

সায়ীদ আলমগীর/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।