দুর্নীতি দমন হলে মানবাধিকার সুরক্ষা পাবে: নাসিমা বেগম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

‘দুর্নীতিবাজরা মানবাধিকার হরণ করে, দুর্নীতি দমন হলে মানবাধিকার সুরক্ষা পাবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়াম্যান নাছিমা বেগম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সার্কিট হাউসে মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় মানবাধিকার লংঘন প্রতিরোধ ও সুরক্ষা বিষয়ে উন্মোক্ত আলোচনা হয়।

নাছিমা বেগম বলেন, প্রত্যেকের একটি দায়িত্ব আছে, এ দায়িত্ব যদি যথা যথভাবে পালন করি তাহলেই দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমে আসবে। মানবাধিকারের ভাবমূর্তি ফুটে উঠবে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সঞ্চলনায় সভায় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. এনামুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনারা ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।

আরাফাত রায়হান সাকিব/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।