রূপগঞ্জে মশাল মিছিল, ছাত্রদল-যুবলীগের সংঘর্ষে আহত ১০

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৫৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মশাল মিছিল নিয়ে ছাত্রদলের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে যুবলীগ নেতা রুহুল আমিন, ছাত্রদল নেতা মাসুদুর রহমান, অনিক, মাসুম মিয়া, জাহিদ হাসান হৃদয়, অন্তর, মাসুদুর রহমান, সাহাবুদ্দিন ও রেহানাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে একটি মশাল মিছিল বের করেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা থেকে ভুলতা বাসস্ট্যান্ডের দিকে আসছিল। এ সময় উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় অতর্কিত হামলা চালায় যুবলীগের নেতাকর্মীরা। শুধু তাই নয়, তার বাড়িতেও হামলা করা হয়। এতে পরিবারের সদস্যরা আহত হন।

রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নেতা শাহিন বলেন, বিএনপি-জামাত জ্বালাও পোড়াও করার উদ্দেশ্যে রাতে মশাল নিয়ে বের হয়েছে। যখন গাড়িতে অগ্নিসংযোগ করতে যায় তখনই আমাদের নেতাকর্মীরা তা প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।