বাবা-ছেলের মারামারি ঠেকাতে গিয়ে প্রাণ গেলো নারীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:৫২ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
মেহেরুন্নেসার মৃত্যুর খবরে বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়

জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় মোবাইল ফোনকে কেন্দ্র করে বাবা-ছেলের মারামারি ঠেকাতে গিয়ে মেহেরুন্নেসা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরুন্নেসা ওই এলাকার রইস উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন আগে হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হন। পরে বাবার কাছে একটি মোবাইল ফোন আবদার করেন। কিন্তু বাবা ফরহাদ মোবাইল কিনে না দেওয়ায় ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। তাদের রোধ করতে গিয়েই ইটের ঢিল এসে মেহেরুন্নেসার বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।