সাতক্ষীরায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাতক্ষীরায় ৮০ হাজার টাকা যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে আব্দুল আজিজ নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আযম আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন।
আব্দুল আজিজ সাতক্ষীরা শহরের সুলতানপুরের এন্তাজ সরদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি জহরুল হায়দার বাবু বলেন, দীর্ঘ ২৪ বছর পর এ আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ এ আদেশে খুশি।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, যৌতুকের ৮০ হাজার টাকা আনতে অপারগতা প্রকাশ করায় ১৯৯৭ সালের ২০ এপ্রিল বিকেলে স্ত্রী রেহেনা পারভীনকে পিটিয়ে হত্যা করেন তার স্বামী আব্দুল আজিজ। এ ঘটনার পরদিন নিহত নারীর চাচা শওকত আলী সরদার বাদী হয়ে আব্দুল আজিজ, তার ভাই রুহুল কুদ্দুসসহ পাঁচজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার নথি, ১২ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি পর্যালোচনা শেষে পলাতক আদালত আজ এ রায় ঘোষণা করেন।
ঘটনার পর থেকে আসামি আব্দুল আজিজ পলাতক।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম