রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্ত হামলায় যুবক নিহত
টেকনাফের নয়াপাড়া ক্যাম্পে দুর্বৃত্ত হামলায় মো. ইলিয়াস (৩৫) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে নয়াপাড়া রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই ক্যাম্পের বি-ব্লকের নাজির আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকার সন্ত্রাসী সালমান গ্রুপের সদস্যরা নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা ইলিয়াসকে ঘর থেকে বের করে পিটিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম