রামগড়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

পার্বত্য খাগড়াছড়ির রামগড় সীমান্তে আটক হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বিজিবির ৪৩ ব্যাটালিয়ন। এ পথ দিয়ে আসা এসব মাদক বিভিন্ন সময় আটক করে বিজিবি।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে রামগড় বিজিবি ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে তিন হাজার ২৫৪ বোতল বিদেশি মদ, ২৩১ বোতল রিয়ার, ৫৫০ বোতল ফেনসিডিল, ১০৫ পিস ইয়াবা, সাড়ে ১৮ কেজি গাঁজা, ৭০ লিটার চোলাই মদ, ৯৫ প্যাকেট চোলাই মদ ও পাঁচ বোতল সঞ্জীবনী সুরা।

jagonews24

ধ্বংস করা এসব মাদকদ্রব্যের দাম ৫৩ লাখ ১২ হাজার ৩২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মাদক পাচার বন্ধে সবার সহযোগিতা কামনা করে ৪৩ বিজিবির রামগড় ব্যাটালিয়নের জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানাতে হবে। দেশকে মাদকমুক্ত রাখতে বিজিবির এ ধারা অব্যাহত থাকবে।

jagonews24

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরী, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী ত্রিপুরা, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মিজানুর রহমান, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।