পরীক্ষা ভালো না হওয়ায় ফাঁস নিলো এসএসসি পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ভালো না হওয়ায় জামালপুরের বকশীগঞ্জে ১৫ বছরের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দেয় সারজিনা। পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে সে। ঠিকমত পরীক্ষা দিতে না পারায় প্রচণ্ড ভয় পেয়ে যায়। পরে রোববার রাত ৮টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের লোকজন অনেকক্ষণ সারজিনার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মো. নাসিম উদ্দিন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।