সাতক্ষীরায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শামসুন্নাহার (৩৭)। তিনি তিন সন্তানের জননী। ঘটনার পর থেকে স্বামী গোলাম মোস্তফা পলাতক।

গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমিয়েছিলেন। ভোরে শামসুন্নাহারের গোঙানির শব্দ শুনে আমরা তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পাই। ধাক্কা-ধাক্কির একপর্যায়ে গোলাম মোস্তফা দরজার ছিটকিনি খুলে পালিয়ে যান। ভেতরে গিয়ে শামসুন্নাহারকে গুরুতর অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। ততক্ষণে তার মৃত্যু হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।