মুন্সিগঞ্জে সিগারেটের আগুনে পুড়লো ৭ লাখ টাকার পাটখড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২
আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় সিগারেটের আগুনে স্তূপ করা ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

লৌহজং ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গোয়ালীমান্দ্র বাজার এলাকায় বিক্রির জন্য ২০ শতাংশ জমিতে ৭ লক্ষাধিক টাকার পাটখড়ি স্তূপ করে রেখেছিলেন বিক্রেতারা। সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ স্তূপের একটি অংশ থেকে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সমস্ত পাটখড়িতে। এ সময় আগুনে বিক্রেতা অহিদুল গাজী, জৈনদ্দিন শেখ, রফিক ও চাঁনমিয়ার জমিয়ে রাখা পাটখড়ি পুড়ে যায়। এতে ৭ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মতিন জাগো নিউজকে বলেন, লৌহজং ও শ্রীনগরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের তথ্য মতে ধারণা করা হচ্ছে বিড়ি বা সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বিপুল পরিমাণ পাটখড়ি পুড়ে গেছে, কিছু সংখ্যক ও আশেপাশের দোকান রক্ষা সম্ভব হয়েছে। এতে ব্যবসায়ীদের সাত লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।