ব্যবসায়ীর মৃত্যুতে ৫ ঘণ্টা বন্ধ ছিল বুড়িমারী স্থলবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পাছ ঘণ্টা বন্ধ ছিল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ ছিল। দেড়টার পর থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হয়।

বুড়িমারী স্থলবন্দর সূত্র জানায়, ভুটানের সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্র (৫০) অসুস্থতা জনিত কারণে মারা যান। তার মৃত্যুতে সমবেদনা জানাতে সকাল দুপুর পর্যন্ত বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দুপুর দেড়টা পর থেকে আবারও ত্রিদেশীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

সিএনএফ ব্যবসায়ী যাদব চন্দ্রের বাড়ি ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধায় বাড়ি। তিনি দীর্ঘ দিন থেকে ভুটানে সিএনএফ ব্যবসার সঙ্গে জড়িত।

ব্যবসায়ীর মৃত্যুতে ৫ ঘণ্টা বন্ধ ছিল বুড়িমারী স্থলবন্দর

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সাঈদ জাগো নিউজকে বলেন, ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে সমবেদনা জানাতে ও মরদেহ দাহ করা পর্যন্ত ভারতের চ্যাংড়াবান্ধার সিএনএফ ব্যবসায়ীরা পাঁচ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। এক্ষেত্রে বুড়িমারী স্থলবন্দর ও আমদানী রপ্তানি বন্ধ হয়ে যায়।

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কবির জাগো নিউজকে বলেন, দুদেশের সিএনএফ ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ভুটানের সিএনএফ ব্যবসায়ীর মৃত্যুতে পাঁচ ঘন্টা বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা পারাপার হয়েছেন।

রবিউল হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।