র‌্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবার ওপর হামলায় একজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জল হোসেন আকনকে (৬০) পিটিয়ে জখম করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইব্রাহিম হোসেন (৪৮) নামের এক আসামিকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) এম এ জলিল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে ২০১৯ সালের ৬ এপ্রিল দুপুরে ইব্রাহিমের নেতৃত্বে ৫-৬ জন লিমনের বাবা তোফাজ্জেল হোসেন আকনের ওপর হামলা চালান। এতে তোফাজ্জেলের একটি হাত ভেঙে যায়। এ ঘটনার পরের দিন লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাইনউদ্দিন মুন্না ২০১৯ সালের ২৭ মে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আটজনের সাক্ষ্য গ্রহণ করে সোমবার এ রায় ঘোষণা করেন আদালত।

রায় ঘোষরার পর মামলার বাদী লিমন হোসেনের মা হেনোয়ারা বেগম বলেন, আল্লাহর কাছে হাজার শোকর। এতদিন পর হলেও কিছু একটা বিচার পেয়েছি।

২০১১ সালের ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে আহত হন লিমন হোসেন। উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। এতে চিরতরে পঙ্গু হয়ে যান লিমন।

লিমন হোসেন আইন বিষয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে সাভার গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে শিক্ষকতা করছেন।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।