বরগুনার সব রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২২

বরগুনায় দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করেছে যাত্রী পরিবহন কমিটি। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু।

তিনি বলেন, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম-যশোর-খুলনাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় এক সমন্বয় সভায় রূপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি, পটুয়াখালী বাস মালিক সমিতি ও বরগুনা বাস মালিক সমিতির সঙ্গে বসে বিষয়টি সুরাহা করা হয়। দূরপাল্লার যাত্রীবাহী বাসে লোকাল যাত্রী পরিবহন করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

এসময় সমন্বয় সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, উপ-মহাপুলিশ পরিদর্শক (বরিশাল রেঞ্জ) এস এম আক্তারুজ্জামানসহ বরিশাল, পটুয়াখালী ও বরগুনা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।=

এর আগে রুপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগে গত সোমবার থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে যাত্রী পরিবহন কমিটি।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।