কলেজছাত্রের মাথা ফাটালো বখাটেরা, ২ এসএসসি পরীক্ষার্থী আটক
লক্ষ্মীপুরে ইট দিয়ে আঘাত করে শাকিল আহমেদ (১৯) নামের এক কলেজছাত্রের মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা।
এ ঘটনায় বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকা থেকে দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
শাকিল লামচরী এলাকার ফল ব্যবসায়ী মনির হোসেনের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আটকরা লামচরী এলাকার বাসিন্দা। তারা স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে।
আহত শাকিল জানান, ঘুম থেকে উঠে দুপুর ১২টার দিকে বাড়ির সামনে ফল কাটছিলেন তিনি। হঠাৎ ১০-১২ জন কিশোর এসে তার ওপর হামলা করে। একপর্যায়ে ইট দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। তার চিৎকারে বাড়ি থেকে লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শাকিল আরও জানান, সকালে তার এক বন্ধুর সঙ্গে হামলাকারীদের একজনের মারামারির ঘটনা ঘটে। তখন তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করেই হয়তো তার ওপর হামলা করা হয়েছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) জহিরুল আলম জাগো নিউজকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। আহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এসজে/এএসএম