ঝিনাইদহে ভুয়া দন্ত চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

ঝিনাইদহ শহরে ভুয়া দন্ত চিকিৎসকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে তাকে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী।

তিনি জানান, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পাশে বৈধ সনদ ছাড়া দি ওরাল ডেন্টাল অ্যান্ড ডেন্টিন্স কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চিকিৎসা দিয়ে আসছে এমন খবরে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। এসময় বৈধ সনদ ছাড়া চিকিৎসা দেওয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।