শ্রেণিকক্ষে ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ব্যাহত পাঠদান

আল মামুন সাগর আল মামুন সাগর , জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২

কুষ্টিয়ার খোকসা উপজেলার ১ নম্বর খোকসা ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব ভবন নেই। মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অথচ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গেটের সামনে কোনো স্থায়ী-অস্থায়ী দোকান বা লোকসমাগম নিষিদ্ধ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষের সমাগমের ফলে স্কুলটির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

মোড়াগাছা ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন বলেন, ‘পরিষদে সবসময় লোকজন আসা-যাওয়া করে। গ্ৰাম্য সালিশ বৈঠক, পারিবারিক বিরোধ, জন্মনিবন্ধন সনদসহ অনেক কাজে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন। ফলে স্কুলের শিক্ষার্থীদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের দাবি, দ্রুত ইউনিয়ন পরিষদের কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হোক।’

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে খোকসা ইউনিয়ন পরিষদ। বর্তমান যেখানে খোকসা পৌরভবন নির্মাণ করা হয়েছে সেখানে খোকসা ইউনিয়ন পরিষদ ছিল। ২০০১ সাল পর্যন্ত সেখানেই পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। পরে সরকারি নির্দেশনায় পরিষদের জায়গা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে অস্থায়ীভাবে মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয়রা জানান, যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন তখন তার ইচ্ছামতো জায়গায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। জায়গা স্বল্পতার কারণে চরম ভোগান্তির শিকার হন সেবাপ্রার্থীরা।

jagonews24

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের কয়েকজন শিক্ষার্থী জাগো নিউজকে বলে, ‘স্কুলের মধ্যে ইউনিয়ন পরিষদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদে শত শত মানুষ আসা-যাওয়া করে। এতে আমরা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলি। অনেক সময় মানুষের সমাগম-শোরগোলে আমরা বিরক্ত হয়ে যায়। ঠাট্টা করে অনেকেই বলেন, এটা স্কুল না; ইউনিয়ন পরিষদ।’

খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী বলেন, ‘ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো জায়গা না থাকায় মাসিক দুই হাজার টাকা ভাড়ায় স্কুলের রুমগুলো ভাড়া দেওয়া হয়েছে। আমাদের যখন প্রয়োজন হবে তার তিন মাস আগে বললে তারা ছেড়ে দেবে। তবে ইউনিয়ন পরিষদের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে।’

সংরক্ষিত নারী ইউপি সদস্য লামিয়া সুলতানা নিলা বলেন, ‘ভাড়া জায়গায় ইউনিয়ন পরিষদের অফিস বসানো হয়েছে। এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। ইউনিয়ন পরিষদের ভূমি এবং ভবন জরুরি ভিত্তিতে প্রয়োজন।’

ইউনিয়ন পরিষদের সচিব আবুল কাশেম বলেন, নিজস্ব কোনো জায়গা বা ভবন না থাকায় স্কুলের রুম ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিজস্ব ভবন না থাকায় জনগণকে সেবা দিতেও কষ্ট হচ্ছে। তবে নিজস্ব জায়গার জন্য চেয়ারম্যান চেষ্টা করছেন।

এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, স্কুলের রুম ভাড়া নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলতে পারে না। খোঁজখবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।