ইয়াবাসহ দুই বোন গ্রেফতার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৬৫৫ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে মহিপুর থানার আলীপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

jagonews24

আটক দুই নারী হলেন রহিমা বেগম (৩৭) ও খোদেজা (৩২)। তারা উত্তর নুনিয়াছড়া কক্সবাজারের বাসিন্দা সিকান্দার হাওলাদারের মেয়ে।

তারা দীর্ঘদিন কুয়াকাটা এলাকায় থেকে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

jagonews24

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল আলীপুর চানমিয়া নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থেকে দুই বোন কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করেন। পরে পুলিশের একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় দুই বোনকে ৬৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।