১৬ মাস কারাভোগ শেষে দেশে গেলেন ভারতীয় যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২২

অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে আটকের পর কারাভোগ শেষে তাজমুল হোসেন নামে এক যুবক নিজ দেশ ভারতে ফিরে গেলেন। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান তিনি। তাজমুল হোসেনের বাড়ি ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার ইরালী থানার মাগুরালী গ্রামে।

তাজমুল গত বছরের ২১ মে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে আটক হয়। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। পরে দুই দেশের মধ্যে কাগজপত্র চালাচালি শেষে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাকে রোববার নিজ দেশে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, তাজমুলদের পূর্বপুরুষ বাংলাদেশি। স্বজনদের সঙ্গে দেখা করতে গত বছরের মে মাসে তিনি বাংলাদেশে আসেন। এসময় বিজিবির হাতে তিনি আটক হয়। প্রায় ১৬ মাস কারাভোগের পর তিনি দেশে ফিরলেন।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন চন্দ্র দাস বলেন, অবৈধভাবে হবিগঞ্জ সীমান্তে ওই যুবক আটক হন। ১৬ মাস কারাভোগ শেষে তাকে আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।