কুমার নদে নৌকাবাইচে মানুষের ঢল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার তেলজুড়ীর কুমার নদীতে দেড়শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজারও মানুষের ঢল নামে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ীর কুমার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

jagonews24

নৌকাবাইচ প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ডেভিড সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ওমর হাফিজ মুক্তি, তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ শাকির আহম্মেদ, তেলজুড়ী বাজার বনিক সমিতির সভাপতি উবায়দুর রহমান, নৌকা বাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শাফিকুর রহমান, ছাত্রনেতা পারভেজ আজাদ সজল প্রমুখ।

jagonews24

স্থানীয় বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর হাফিজ মুক্তি জাগো নিউজকে জানান, ছোট-বড় ১০টি নৌকার অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তবে এবার বর্ষায় নদীতে পানি কম। পানির অভাবে প্রতিযোগীদের নৌকা চালাতে একটু বেগ পেতে হয়েছে। এ উৎসব ঘিরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

jagonews24

নৌকাবাইচকে ঘিরে গ্রামে মেলা বসে। দুপুর ১২টা থেকে দূর-দূরান্ত থেকে মানুষের ভিড় বাড়তে থাকে। মেলা ও নৌকাবাইচকে ঘিরে এলাকার কয়েকটি গ্রামে কয়েকদিন আগে থেকেই প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমন ঘটেছে।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে গ্রামবাংলার ঐতিহ্য এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। প্রায় দেড়শ বছর ধরে তেলজুড়ীর কুমার নদীতে ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এ বাইচকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে প্রায় ২৫-৩০ হাজার লোকের সমাগম ঘটে।

jagonews24

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রত্যেক দলকে পুরস্কার হিসেবে ফ্রিজ দেওয়া হয়।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।