ভালুকায় মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা
ময়মনসিংহের ভালুকায় দেড় বছরের মেয়েকে জবাই করে বাবা নিজে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর ৬টায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আজ ভোরে জামিলুর রহমান তার মেয়ে সুমিকে নিয়ে বাড়ির বাইরের একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। শিশুর কান্না শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকার পর দেখতে পায় জামিল মেয়েকে জবাই করার পর নিজের পেটে ছুরি ঢুকিয়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
ভালুকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জামিলুর ঋণগ্রস্ত ছিল এবং সে মানসিক বিকারগ্রস্তও ছিল।
আতাউল করিম খোকন/এফএ/এসএস/এমএস