খাগড়াছড়িতে সম্প্রীতি মৎস্য প্রকল্পে মাছের পোনা অবমুক্ত
খাগড়াছড়ির গুইমারায় সেনা রিজিয়নের সম্প্রীতি মৎস্য প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই প্রকল্পে মাছের পোনা অবমুক্ত করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।
এ সময় গুইমারা রিজিয়নের বিএম মেজর মো. আহসান উজ-জামানসহ পদস্থ সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে সেনাবাহিনী নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে সম্প্রীতি মৎস্য প্রকল্প-১ এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকল্পে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউস, গ্রাসকার্প ও সরপুটিসহ বিভিন্ন জাতের চার হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/এএসএম