ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ


প্রকাশিত: ০৪:২৯ এএম, ৩০ নভেম্বর ২০১৪

ফেনী সদর উপজেলার শর্শদীর অদূরে লেভেল ক্রসিংয়ে রেললাইনের ওপর পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। রোববার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ফেনীর স্টেশনমাস্টার মাহবুবুর রহমান জানান, সকাল ৯টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক লেভেল ক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে রেললাইনের ওপর আটকে পড়ে। এতে ফেনী ও শর্শদী স্টেশনে মহানগর গোধূলী, তূর্ণা নিশীথা, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর প্রভাতী আটকা পড়ে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরানোর জন্য ফেনী স্টেশন থেকে উদ্ধারকারীরা রওনা দিয়েছেন।  

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।