জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জামালপুরে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৪১ এএম, ৩০ নভেম্বর ২০১৪

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সনাক ও টিআইবি। এ সময় বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রাপ্ত বরাদ্দ ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা এবং জবাবদিহিতার দাবি জানান।

রোববার শহরের দয়াময়ী মোড় এলাকায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সনাক জামালপুরের সভাপতি এ এ কে মাহমুদুল হাসান দারা, অধ্যাপক মীর আনছার আলী, অ্যাড: শামীম আরা, মোস্তফা বাবুল, টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান নোমান প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।