রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি
রাঙ্গামাটির কাউখালী উপজেলার পোয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৩ অক্টোবর) সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত কাশেম আলীর স্ত্রী নুরবানু (৮৫) সকালে নিজ ঘরে বিদ্যুতের বোর্ডে সুইচ লাগাতে গিয়ে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন টের পেয়ে গিয়ে দেখেন তিনি মারা গেছেন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যাবতীয় কাজ সেরে পরিবারকে বুঝিয়ে দিয়েছি।
সাইফুল উদ্দীন/এমআরআর/এএসএম