পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৩:২০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
 
এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট-বড় সাতটি ফেরি। এছাড়া পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাটে আটটি ও দৌলতদিয়া ঘাটে একটি যানবাহন বোঝাই ফেরি অপেক্ষামান রয়েছে।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।