নারায়ণগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৫ অক্টোবর ২০২২
খবর পেয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের চাষাঢ়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনের দিকে আসছিল। রেললাইনে এক বৃদ্ধের টাকা পড়ে যায়। স্টেশনে থামার আগেই রেললাইনে নেমে পড়ে যাওয়া টাকা খুঁজছিলেন তিনি। এরই মধ্যে ট্রেন চলে আসে এবং নিচে কাটা পড়েন বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃদ্ধের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য চাষাঢ়া স্টেশনে দাঁড়িয়েছিলাম। সেই বৃদ্ধ আমার থেকে কিছুটা দূরে ছিল। ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনটি চাষাঢ়া স্টেশনে থামার আগেই বৃদ্ধ লাইনে নেমে কিছু একটা খুঁজছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি নিচে কাটা পড়েন। অন্যদের মাধ্যমে শুনেছি রেললাইনে নাকি তার টাকা পড়ে গিয়েছিল। সেই টাকার জন্যই তিনি লাইনে নেমেছিলেন।

চাষাঢ়া স্টেশন মাস্টার খাজা সুজন জাগো নিউজকে বলেন, বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ২১৪ নাম্বার ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে গেছে। এখন পর্যন্ত নিহত বৃদ্ধের কোনো পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসার সময় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।