শান্তিরক্ষা মিশনে নিহত সেনাসদস্য শরীফের বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৫ অক্টোবর ২০২২

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত সেনাসদস্য শরীফ হোসেনের (২৬) মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

শরীফ হোসেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাড়াক রুয়া গ্রামের লেবু তালুকদারের ছেলে। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে প্রথম।

নিহত শরীফ হোসেনের চাচা নিজাম উদ্দিন জাগো নিউজকে জানান, তার ভাতিজা ২০১৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর গত বছরের শেষের দিকে জাতিসংঘের শান্তি মিশনে যান। মঙ্গলবার দুপুরে তার মৃত্যুর সংবাদ শোনার পর মা তাঞ্জুরা বেগম শয্যাশয়ী হয়ে পড়েছেন।

সৈনিক শরীফের বাবা লেবু তালুকদার বলেন, আমার ছেলে আর ফোন দিয়ে বলবে না আব্বা কেমন আছো? আমার বড় ছেলেকে এখন কোথায় পাবো?

এদিকে, শরীফের স্ত্রী ছালমা খাতুন স্বামীর ছবি বুকে আঁকড়ে ধরে স্তব্ধ হয়ে বসে আছেন। মাঝেমধ্যে চিৎকার করে কেঁদে উঠছেন। আর সদা বিনয়ী শরীফের অকাল মৃত্যুতে আশপাশের গ্রামগুলোতেও শোক বিরাজ করছে।

পরিবারের সদস্যরা সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, নিহতের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সৈনিক শরীফ ছাড়াও জাহাঙ্গীর এবং জসিম নামে আরও দুই শান্তিরক্ষীর মৃত্যু হয়। সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর রাত ১টা ৩৫ মিনিট) এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।