চারদিনের ছুটিতে রাঙ্গামাটির হোটেল-মোটেল শতভাগ বুকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৫ অক্টোবর ২০২২

চারদিনের ছুটিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ছুটে আসছে পর্যটকরা। ইতোমধ্যে হোটেল-মোটেলগুলোর প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে।

শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (৫ অক্টোবর) সরকারি ছুটি। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলেই পরের আরও তিন দিন ছুটি কাটানো সম্ভব। সব মিলে প্রায় পাঁচ দিনের ছুটি। তাইতো সারাদেশ থেকে পর্যটকরা ইতোমধ্যে রাঙ্গামাটিতে আসতে শুরু করেছে।

রাঙ্গামাটির হোটেল নাদিশা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শাহিন আহম্মেদ বলেন, ৩ তারিখ থেকে আমাদের শতভাগ বুকিং শেষ। আর এ টানা ছুটিতে আরও বেশি বুকিং বেড়েছে। আমাদের ৯ তারিখ পর্যন্ত কোনো রুম খালি নেই। আশা করছি যারা ইতোমধ্যে এসেছেন বা যারা আসবে সবাইকে ভালো সার্ভিস দিতে পারবো।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া জানান, ছুটিতে আমাদের প্রায় ৯০ শতাংশ বুকিং হয়েছে। আশা করছি কালকের মধ্যে শতভাগ শেষ হবে। কারণ পরে আরও তিনদিন ছুটি রয়েছে। এ ছুটিকে কাজে লাগিয়ে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদেরকে সঙ্গে নিয়ে পর্যটকরা ছুটে আসছেন।

সাজেক চাঁদের বাড়ি রিসোর্টের স্বত্বাধিকারী মো. ফারুক জানান, দুর্গাপূজার ছুটিতে মানুষ এসেছে। আমার রিসোর্টে শতভাগ বুকিং শেষ। পাশাপাশি অন্যান্য রিসোর্টও বুকিং। আগামী ১১ তারিখ পর্যন্ত এ বুকিং রয়েছে।

সাইফুল উদ্দীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।