ফরিদপুরে প্রতিমা বিসর্জনের রাতে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৬ অক্টোবর ২০২২

ফরিদপুরের বোয়ালমারীর একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা ভবনের তালা ভেঙে ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায় চোরের দল।

বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর সদরের অডিটোরিয়াম এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুর খানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় সবুর খান রাতেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সবুর খান বলেন, ঘরে তালা দিয়ে আমি পার্শ্ববর্তী মসজিদে এশার নামাজ আদায় করতে যাই। রাত পৌনে ৯টার দিকে ফিরে দেখি ভবনের তালা ভাঙা চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙে ৫০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় রাতেই স্থানীয় থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছি।

jagonews24

তিনি আরও বলেন, দুর্গাপূজার উৎসবে সবার ব্যস্ততা ও বাড়িতে অন্যরা না থাকার সুযোগে চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্তে কাজ চলছে।

এন কে বি নয়ন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।