ঠাকুরগাঁও-ঢাকা রুটে ৮ দিন পর বাস চলাচল শুরু


প্রকাশিত: ০৭:৩০ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

আটদিন পর চাঁদার টাকার দাবি মেনে নিয়ে ঠাকুরগাঁও-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চালু হয়েছে বলে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী নিশ্চিত করেছেন।
 
ঠাকুরগাঁও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জন্য বাস প্রতি ১৫০ টাকা চাঁদা দিত বাস মালিকরা। কিন্তু সম্প্রতি বাসপ্রতি চাঁদার হার ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করে শ্রমিক ইউনিয়ন। এতে অন্যান্য গাড়ির মালিকরা রাজি হলেও হানিফ পরিবহন কর্তৃপক্ষ তা প্রদানে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে তারা ঢাকা-ঠাকুরগাঁও রুটে গাড়ি বন্ধের ঘোষণা দেয়।
 
বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন ঠাকুরগাঁও জেলা মোটরমালিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু। তিনি শ্রমিকদের ২০০ টাকার পরিবর্তে গাড়ি প্রতি ১৮০ টাকা চাঁদা গ্রহণের প্রস্তাব দিলে শ্রমিকরা তা মেনে নেয়।
 
শ্রমিকদের গাড়ি প্রতি ১৮০ টাকা চাঁদা প্রদানের বিষয়টি ঢাকা মালিক সমিতি ফেডারেশনে উত্থাপন করেন সংগঠনের সদস্য ও বাবলু পরিবহনের মালিক হাবিবুল ইসলাম বাবলু। কিন্তু ফেডারেশন তা প্রত্যাখান করে এবং ঠাকুরগাঁও রুটে সব ধরনের কোচ চলাচল বন্ধের ঘোষণা দেয় ঢাকা মালিক সমিতি ফেডারেশন। ফলে বন্ধ হয়ে যায় এই রুটে সকল প্রকার বাস চলাচল।
 
পরে মঙ্গলবার শ্রমিকদের চাঁদার দাবি মেনে নিয়ে মালিক কর্তৃপক্ষ ঠাকুরগাঁও-ঢাকাগামী কোচ চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
 
রবিউল এহ্সান রিপন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।