আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির ৪ নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৭ অক্টোবর ২০২২

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশ পাওয়া বিএনপি নেতারা হলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আপেল মাহমুদ, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবগ্রাম ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার।

বুধবার (৬ অক্টোবর) বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির অপর তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক সই করা এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত হয়েছে তাই এ ভোটের কোনো কার্যক্রমেই দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা নয়। ওই চার নেতার বিরুদ্ধে ভোটের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগ ওঠায় তার ব্যাখ্যা জানতে চিঠি দেওয়া হয়েছে। তাদের জবাব পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।