ব্রাহ্মণবাড়িয়ায় ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৮ অক্টোবর ২০২২
নদীতে জাল ফেলে ইলিশ দরার সময় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

নিষেধাজ্ঞা অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ অক্টোবর) সকাল থেকে মেঘনা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন। এ সময় ৩০০০ মিটার জাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন বলেন, ৭-২৮ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশের প্রধান প্রজননের মৌসুম। এ সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অভিযান চালিয়ে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় পাঁচজন জেলেকে ৩ হাজার মিটার জালসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাঁচ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ জাল আগুন পুড়িয়ে ধ্বংস করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।