সিঁধ কেটে সোনার দোকানে ঢুকে কোটি টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৯ অক্টোবর ২০২২

বগুড়ার আদমদীঘিতে সিঁধ কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনগত রাতের এ ঘটনায় নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি গেছে বলে জানা গেছে। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ওই দোকানের মালিক স্বর্ণ ব্যবসায়ী নুর ইসলাম কাজল জাগো নিউজকে জানান, আদমদীঘি বাজার এলাকায় থানা রোড়ে জসিম প্লাজায় ‘সেবা অ্যান্ড অন্তরা জুয়েলার্স’ নামে তার প্রতিষ্ঠান রয়েছে। গত ৪ অক্টোবর কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য তার ভাতিজা হৃদয়কে প্রতিষ্ঠানটি দেখভালের দায়িত্ব দিয়ে যান। সে মোতাবেক হৃদয় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায়ও দোকান বন্ধ করে বাড়ি যান। শুক্রবার রাতে চোরচক্র দোকানের পাশের একটি টেইলার্সের পেছনের দরজার সার্টারের তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর ওই দোকানের ভেতর দিয়ে সিঁধ কেটে স্বর্ণের দোকানে ঢুকে টাকাসহ মালামাল চুরি করে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করে তার দোকানের সিন্দুকের তালা ভেঙে ৮০ ভরি ওজনের সোনার গহনা, ১০০ ভরি রূপা ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মেশিনটিও খুলে নিয়ে গেছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্বর্ণ ব্যবসায়ী নুর ইসলাম কাজলের ভাতিজা হৃদয় চুরি যাওয়া মালামালের পরিমাণ জানাতে পারছেন না। দোকান মালিক কক্সবাজার থেকে ফিরে আসার পর থানায় অভিযোগ করলে চুরি যাওয়া মালামালের পরিমাণ জানা যাবে।

চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারের জন্য তৎপরতা চালোনো হচ্ছে বলেও জানান তিনি।

এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।