বান্দরবানে ২ মাসে ডেঙ্গু আক্রান্ত দুই শতাধিক
বান্দরবানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত দুই মাসে এ রোগে দুই শতাধিক আক্রান্ত হয়েছে। সবশেষে রোববার (৯ অক্টোবর) এ রোগের লক্ষণ নিয়ে সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ি অঞ্চলে মশাবাহিত রোগের মধ্যে ম্যালেরিয়া বা সিভিয়ার ম্যালেরিয়া দেখা দিয়ে থাকে। তবে এবার মশাবাহিত রোগের মধ্যে ডেঙ্গু আক্রান্ত রুগীর সংখ্যাও বাড়ছে।
সরজমিনে বান্দরবান সদর হাসপাতালে দেখা যায়, মশারি টানানো অবস্থায় চিকিৎসা নিচ্ছে বেশ কয়েকজন। এদের মধ্যে কথা হয় গেৎসীমনি পাড়া এলাকার ডেঙ্গু আক্রান্ত ভাননাই বমের (৪২) সঙ্গে। তিনি জানান, সাতদিন আগে জ্বর হয় তার। সঙ্গে মাথা ও প্রচণ্ড কোমর ব্যথা হচ্ছিল। তিনদিন বাসায় প্রাথমিক চিকিৎসা নিয়েও জ্বর না সারায় হাসপাতালে ভর্তি হই। পরীক্ষা করলেও ডেঙ্গু ধরা পড়ে। সেখানে তিনদিন চিকিৎসা নিলে সুস্থ হয়ে উঠি।
বান্দরবানের টিঅ্যান্ডটিপাড়া এলাকার স্কুলছাত্র মেহেদী হাসানের (১৪) হঠাৎ পা-মাথা ব্যথাসহ জ্বর হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দুদিন চিকিৎসা নিয়ে সে এখন সুস্থ।
সিভিল সার্জন আরও জানান, গত দুই মাসে বান্দরবানের বিভিন্ন উপজেলায় পাঁচ শতাধিক ডেঙ্গু রোগের পরীক্ষা করা হয়। সেখানে ২০০ জনের শরীরে এ রোগের উপস্থিত শনাক্ত হয়।
তিনি আরও বলেন, বান্দরবানে যে প্রজাতির ডেঙ্গু শনাক্ত হচ্ছে এটি ক্লাসিকাল ডেঙ্গু। এতে ভয়ের কিছুই নেই। এ রোগ সাধারণ জ্বরের মত চিকিৎসা নিলে দ্রুত সেরে উঠে। হাসপাতালে তেমন ভর্তিও হতে হয় না।
নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম