ভিটামিন ওষুধ ভেবে কীটনাশকপানে বৃদ্ধার মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় ভিটামিন ওষুধ ভেবে বিষপানে হাবিবা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের করইতলা গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবা বেওয়া ওই এলাকার মৃত জবেদ আলীর স্ত্রী।
হাবিবা বেওয়ার ভাতিজার স্ত্রী শাবানা জানান, রোববার (৯ অক্টোবর) রাতে হাবিবা বেওয়ার বড় ছেলে মোফাজ্জল হোসেন বেগুন গাছের পোকা দমনের জন্য কীটনাশক কিনে এনে টেবিলের ওপরে রাখেন। সোমবার সকালে হাবিবা বেওয়া সেগুলো ভিটামিন ওষুধ মনে করে পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন পাশের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাক নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক বলেন, অতিরিক্ত বিষপানের কারণে হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, বৃদ্ধার মৃত্যুর বিষয়টি শুনেছি। বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাছে হওয়ায় তাকে ওই হাসপাতালে নেন পরিবারের লোকজন। পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেননি।
মো. নাসিম উদ্দিন/এমআরআর/জেআইএম