সিরাজগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি রেশমা, সম্পাদক মায়া

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ১০ অক্টোবর ২০২২

সিরাজগঞ্জে জেলা যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে জেলা কমিটির আহ্বায়ক রুমানা রেশমা সভাপতি ও আফরিন মায়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার।

জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুমানা রেশমার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস ইশিতার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মেরিনা জাহান কবিতা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত, অধ্যাপক ডা. এম এ আজিজ ও প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।